প্রধান মেনু

আশুলিয়ায় প্লাস্টিকের গুদামঘরে আগুন

আশুলিয়া থেকে সাঈম সরকারঃ  সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন প্লাস্টিক সরঞ্জাম মজুদকৃত একটি টিনশেড গুদাম ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জিরানী এলাকার তোফাজ্জল হোসেনের মালিকানাধীন ঐ গুদামঘরে অগ্নিকা-ের সূত্রপাত হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির ঢাকাটাইমসকে জানান, বিকেলে বিকেএসপি’র ৪ নম্বর খেলার মাঠ সংলগ্ন প্রাচীরের বাইরে একটি টিনশেডের গুদাম ঘরে অগ্নিকান্ডের খবর পান তারা। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আঁধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গুদামজাত সমস্ত প্লাস্টিকের সরঞ্জাম পুড়ে যায়। এসময় বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত জাতীয় লীগের ক্রিকেট ম্যাচটি কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও পরে তা শুরু হয়। তবে অগ্নিকা-ের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাতের ব্যাপারে তদন্ত সাপেক্ষে জানানো যাবে বলেও জানান তিনি।