প্রধান মেনু

আশুলিয়ায় তিনজন হিজড়াসহ চারজন গুলিবিদ্ধ

নিজস্বে প্রতিনিধিঃ  সাভারের আশুলিয়ায় চলন্ত গাড়ি থামিয়ে তিনজন হিজড়া সহ চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা । গুলিবিদ্ধ চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে ।

গুলিবিদ্ধরা হচ্ছে, হিজড়া শিখা, আব্দুলাহ ওরফে রাশিদা, এলাইচ ও গাড়ী চালক নুর নবী । ঘটনাস্থ থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, একটি প্রাইভেটকারে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তিন হিজড়া ঢাকার উত্তরার উদ্দেশ্যে রওনা দেয় ।

পরে আশুলিয়ার মরাগাং এলাকায় পৌছালে অপর একটি প্রাইভেটকারের ভেতরে থাকা কয়েকজন তাদের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গাড়ীর চালকসহ তিন হিজড়া গুলিবিদ্ধ হয় ।  আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে । তবে কে বা কারা, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে নিশ্চিত হতে পারেনি পুলিশ।