প্রধান মেনু

আশুলিয়ার মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করা হবে — শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবল হক বলেছেন, সম্প্রতি আশুলিয়ার উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ সার্বিক সহযোগিতা করবে।এখনও যারা কারাগারে আটক আছে তাদেরকে আইনানুগভাবে কারামুক্তির ব্যবস্থা করা হবে।
আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গার্মেন্টস শিল্প সেক্টরের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আশুলিয়াস্থ বিভিন্ন রেজিস্ট্রার্ড শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের অফিসসমূহ খুলে দেয়ার ব্যবস্থা করা হবে। আশুলিয়ায় উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন কারখানার সাময়িকভাবে বরখাস্তকৃত শ্রমিকরা যদি শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি না নিয়ে থাকে তাহলে মালিকরা পাওনাদি যথানিয়মে পরিশোধ করবেন বলে মন্ত্রী জানান। কেউ যদি পাওনা না নিয়ে চাকুরি করতে ইচ্ছুক হয় তাহলে তাদেরকে শ্রম আইনের বিধান অনুযায়ী চাকুরিতে পুনঃবহাল করা হবে। অনুষ্ঠানে গার্মেন্টস শিল্প সেক্টরে শান্তিপূর্ণ শ্রম পরিস্থিতি নিশ্চিত করার জন্য সরকার, মালিক ও শ্রমিকপক্ষ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মালিক শ্রমিক সকলে মিলে আগামী ২৫ ফেব্রুয়ারির বাংলাদেশ এপারেল সামিট সফল করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদক সম্মেলনে ইন্ডাস্ট্রি অল (ওহফঁংঃৎর অখখ) বাংলাদেশ এর চেয়ারম্যান আমিরুল হক, সেক্রেটারি জেনারেল কুতুবুদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিয়া আব্দুল্লাহ মামুন, যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামসহ বিজিএমইএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।