প্রধান মেনু

আশুলিয়ার তাজরিন অগ্নিকান্ডে নিহতদের শ্রদ্ধা নিবেদন; ক্ষতিপূরণ ও পূর্ণবাসন দাবি

সিরাজুল ইসলাম সাভারঃ আশুলিয়ার তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের পাঁচ বছরপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ পালিত হয়েছে। এতে অংশ নেন ওই ঘটনায় আহত শ্রমিক, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্রবার সকাল থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের সামনে বিভিন্ন কর্মসূচী পালন করেন তারা। এসময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে অর্পণ করা হয় ফুলের তোড়া।

কর্মসূচীতে অংশ নেওয়া শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, অবিলম্বে তাজরিনসহ সকল শ্রমিক হত্যাকান্ডের কঠোর বিচার করতে হবে। হতাহত শ্রমিকদের আবাসন ও তাদের সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় ক্ষতিপূরণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। এসময় আর্থিক ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা এবং পূর্ণবাসনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এতে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন, বিপ্লবী শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতিসহ প্রায় ১০টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। সাততলা ভবনের তিনটি ফটক তালাবদ্ধ থাকায় সেদিন জীবন বাঁচিয়ে লাফিয়ে পড়ে হাজারো শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন। সেই ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো দুঃস্বপ্ন আর পঙ্গুত্বের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শত শত আহত শ্রমিক।

সেই ভয়াবহ ঘটনায় মৃত্যুকূপ থেকে বেঁচে আসা আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বিভিন্ন দাবি নিয়ে হাজির হয়েছিলেন আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ভবনের সামনে। এসময় তারা তাজরিনের মালিক দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সরকারের প্রতি।