আশা’র অনিয়মিত সদস্যদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম রিকো হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় আজ সকালে বড়খাতা ব্র্যাঞ্চে আশা সংস্থার অনিয়মিত সদস্যদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। ডি এম লালমনিরহাট জেলার মোখলেছুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র এডি মাহমুদ কাদির তালুকদার-ঢাকা, বিশেষ অতিথি হিসেবে রংপুর ডিভিশন, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, মোঃ মোশারফ হোসেন, বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল (সোহেল), জেডএম তপন চন্দ্র বিশ্বাস-লালমনিরহাট, পাটগ্রাম অঞ্চলের আরএম আমজাদ হোসেন, সিনিয়র এবিএম সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ২জন সদস্যকে বীমা দাবী পরিশোধ ও ১জন সদস্যকে জরায়ু অপারেশনের জন্য সহায়তা প্রদান এবং ৫০জন আশা সদস্যকে বিনা মুল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও একশতজন কে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।