প্রধান মেনু

আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে-মির্জা ফখরুল

জিয়াউর রহমান খাঁন:হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধোপখোলায় আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আহমদ শফীকে দেখতে যান তিনি।

এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে অসুস্থ আল্লামা শফীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। মির্জা ফখরুলের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৯৫ বছর বয়সি আল্লামা আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন ব্যাধিতে ভুগছেন। গত ৬ মে তিনি অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারযোগে ঢাকার ধোপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জিয়াউর রহমান খাঁন
সিনিয়র রিপোর্টার/জাতীয় গোয়েন্দা সংবাদ