আর একবার সুযোগ দিন, রাজশাহীর উন্নয়ন কে আর বাধাঁগ্রস্ত করবেন না
আর একবার সুযোগ দিন, রাজশাহীর উন্নয়ন কে আর বাধাঁগ্রস্ত করবেন না। রাজশাহী মহানগরীর এই দুর
অবস্থা দেখে আমার বুকটা ফেঁটে যায়। আপনারা আমাকে ভোট না দিয়ে রাজশাহীর উন্নয়নের ক্ষতি
করেছেন। আর আপনারা যদি আমাকে মেয়র পদে ভোট দেন তাহলে আমি আপনাদের কর্মস্থান সহ সকল সমস্যা সমাধান করে দিব। আমি আশা করছি এবার আপনারা আর ভুল করবেন না। আজ রাতে শাহমুখদুম কলেজে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উঠান বৈঠকে এসব কথা বলে সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
( মোঃ সাব্বির হোসেন, রাজশাহী)
« বন্যা প্লাবিত এলাকায় ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধ করতে হবে — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী (পূর্বের খবর)
(পরের খবর) অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে জেল »