প্রধান মেনু

আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সদস্য মা ও ছেলে আটক

মাদারীপুরে আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের ২ সদস্য মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানাধীন বাকা গ্রামের সারেজান শেখের স্ত্রী রেহেনা বেগম (৪৫) এবং ছেলে আনিছ শেখ ওরফে মেহেদী ওরেফে আমিনুর (২৫)। শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ছেলে আনিছ শেখ এবং রাতে নড়াইলের কালিয়ার বাকা গ্রাম থেকে মা রেহেনা বেগমকে আটক করে র‌্যাব।
শনিবার দুপুরে র‌্যাব-৮’এর মাদারীপুর ক্যাম্পের মেজর মোঃ রাকিবুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান,
দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ইন্ডিয়ায় নারী পাচার করে আসছে। বাংলাদেশ ও ইন্ডিয়া উভয় দেশেই সমভাবে সক্রিয় সংঘবদ্ধ চক্রটির শিকার মূলত বাংলাদেশী নিন্ম আয়ের নারীরা। পাচারের নিমিত্তে তারা প্রতারণামূলক বিবাহ, উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন প্রভৃতি কৌশল অবলম্বন করে থাকেন। ক্ষেত্র বিশেষে কৌশল হিসেবে কখনো কখনো তারা স্বামী-স্ত্রী উভয়কেই উচ্চ বেতনে চাকুরী অথবা ভ্রমণের প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ইন্ডিয়ায় প্রবেশ করায় এবং ইন্ডিয়ায় অবস্থানরত সংঘবদ্ধ চক্রটির সদস্যরা ভয়ভীতি দেখিয়ে স্বামীকে তাড়িয়ে দেয় অথবা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কৌশলে পুলিশে ধরিয়ে দেয়। পরবর্তীতে উক্ত নারীদের উচ্চমূল্যে ইন্ডিয়ার বিভিন্ন শহরে দেহ ব্যবসার জন্য বিক্রি করে দেয়। গত ৬ মাস আগে পাচার হওয়া এক নারী ভারতের বম্বের সুরাতে একটি আবাসিক হোটেল থেকে নির্যাতন শিকার হয়ে পালিয়ে দেশে ফিরে এসে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আনিছ শেখকে আটক করে র‌্যাব। পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি নড়াইলের কালিয়ার বাকা গ্রাম থেকে আনিছের মা রেহেনা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছ ও রেহানা দীর্ঘদিন ধরে বিদেশে নারী পাচারের কথা স্বীকার করেছে বলেও সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ মোতাবেক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(কাজী জাফর, মাদারীপুর)