আরএমপির বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পুলিশ লাইন মাঠে এ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।আরএমপি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম (বিপিএম) এর সভাপতিত্বে পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মোখলেসুর রহমান।প্রথমে তিনি পায়রা উড়িয়ে ও মশাল জালিয়ে আনুষ্ঠানের উদ্ভোধন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এমপি এনামুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারোওয়ার জাহান, রাজশাহী কর কমিশনার দবির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
(মো:শামসুল ইসলাম, রাজশাহী)