আবারো ভোটে র্নিবাচিত করলে বাকি কাজ টুকু শেষ করবো মোতাহার হোসেন এমপি
হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকালে ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক চেতনার হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত র্কমীসমাবেশে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, আবারো ভোটে নির্বাচিত করলে বাকি কাজ টুকু শেষ করবো। ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ সরওয়ার হায়াত খান , যুগ্ন সম্পাদক দীলিক কুমার সিংহ, আলহাজ্ব এমজি মোস্তফা, ভেলাগুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিন, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন সাগর, প্রধান শিক্ষক অনন্ত কুমার বসুনিয়া, এটিএম সহিদুল ইসলাম প্রমূখ।