আবারো দেশ সেরা নির্বাচিত হল রাজশাহী কলেজ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয় এ কলেজটি। গত ৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজ পর্যায়ে র্যাংকিং করা হয়।এ পর্যায়ে ২য় বারের মত শীর্ষে উঠে আসে রাজশাহী কলেজ।৩১টি সূচকের ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়।গত বছর ২০১৬ সালে ১ম পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলো রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হবিবুর রহমান বলেন, কলেজের এই ধারাবাহিক অর্জনে প্রাক্তন সকল পাণ্ডিত্য সম্পন্ন অধ্যক্ষ, প্রাক্তন সম্মানিত সকল শিক্ষকের অবদান রয়েছেন। তিনি আরও বলেন এখনকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, সম্মানিত অভিভাবকবৃন্দ,বর্তমান শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, কলেজের ছাত্র সংগঠন ও সর্বোপরি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের অকুণ্ঠ সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
(হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির-সিনিয়র রিপর্টার,রাজশাহী)