আপন ভাইকে কুপিয়ে হত্যা; গ্রেফতার ৪
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে ফরিদ সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার আপন ভাই ও আত্মীয়রা। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী হাফিজ উদ্দিন খানের বাড়ির তিনতলা ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকার অসংখ্য লোক বাড়িটিকে ঘিরে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত ১০ টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে হত্যার অভিযোগে চার জনকে ওই ভবনের একটি কক্ষ থেকে গ্রেফতার করে। নিহত ফরিদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
(স এম সাব্বির, গোপালগঞ্জ)