আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে মানববন্ধন

৮ইমার্চ আন্তর্জাতিক নারী দিবস“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসক ও মহিলা অধিদপ্তরের উদ্দ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা ১১ টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেণী এবং রাজশাহী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহানাজ বেগম। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডিডি ইন্টারন্যাশনাল-এর জেলা সমন্বয়কারী নাহিদা সুলতানা ও রজনীগন্ধা প্রতিবন্ধী সংস্থরা নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জমান চৌধুরী রাসেল, রজনীগন্ধা প্রতিবন্ধী সংস্থার সভাপতি শারমিন বেগম, বিজয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি শেক আবু তারেক মুকুল, এডিডি ইন্টারন্যাশনাল কমিউনিটি মোবেলাইজার মাহবুব আলম মুকুল।
মানববন্ধন ও পথসভা অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর সম-অধিকার, স¦াধীনতা, মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে, নারী নির্যাতন বন্ধ করতে হবে।এছাড়াও নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল স্তরের জনগনকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
মোঃশামসুল ইসলাম(রাজশাহী)।