প্রধান মেনু

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কিংবদন্তি শিল্পী আচার্য্য জয়ন্ত বোস কে সংবর্ধনা

সুর সাধনার মধ্য দিয়ে সোনার বাংলা নয় শুধু, চাইলে সোনার পৃথিবী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কিংবদন্তি শিল্পী জয়ন্ত বোস। বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংবর্ধনা প্রদান করেন বীণকার মিউজিক্যাল সোসাইটির অধ্যক্ষ ও সভাপতি পঙ্কজ বোস।
গত ০৮ মার্চ বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান। একইসাথে প্রদান করা হয় বীণকার মিউজিক্যাল অ্যাওয়ার্ড। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন শংকর সাওজাল এবং শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব হোসেন। সংবর্ধনা গ্রহণ করে আচার্য্য জয়ন্ত বোস বলেন, সঙ্গীত সাধনার মাধ্যমে মানুষের মধ্যে সরলতা ও উদারভাব এবং মানবিকতাবোধ জাগ্রত হয়। বাংলাদেশে আসতে পেরে আনন্দিত হওয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে এ দেশের সাথে যোগাযোগ আরো বাড়াতে আগ্রহী তিনি। আচার্য্য জয়ন্ত বোস বলেন, “আমি সোনারোদ এবং সোনার বাংলার কথা বহুবার শুনেছি। সোনারোদের স্বাদ উপভোগের সুযোগ হলেও এই প্রথম সোনার বাংলার মানুষের সান্নিধ্যে আসতে পারলাম। এ আমার এ পরম সৌভাগ্য। এটি সত্যিই সোনার বাংলা কেননা এখানে রয়েছেন অনেক সোনার মানুষ। আমি বিশ্বাস করি, এই সোনার মানুষদের নেতৃত্বেই শুধু সোনার বাংলা নয়, সোনার পৃথিবী গড়া সম্ভব”।
সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, আচার্য্য জয়ন্ত বোস শুধুমাত্র সঙ্গীত জগতে নিজের প্রজ্ঞা ও দক্ষতার পরিচয় দেননি, একইসাথে একজন বলিষ্ঠ সঙ্গীত বোদ্ধা হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। এসময় তিনি ভবিষ্যতে বাংলাদেশ সফরের জন্য আচার্য্য জয়ন্ত বোসকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর আয়োজনে তিন দিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

(দিদারুল করিম)