প্রধান মেনু

আদিবাসী সাঁওতালদের বাহা উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর পার্বতীপুরের আদিবাসী সাঁওতালদের বাহা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আদিবাসীপল্লীর বারকোনা ফুটবল মাঠে ২৩ মার্চ শুরু হওয়া দু’দিন ব্যাপী বৃহত্তম উৎসব বাহার উদ্বোধন করেন উদযাপন কমিটির আহবায়ক বাসন্তি মুরমু। অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন, ওয়ার্কাস পাটির নেতা হবিবর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।
আদিবাসী পরিষদের সভাপতি বলেন, আমরা সাঁওতালরা সমতলে বসবাসকারী বৃহত্তম আদিবাসী জাতি। আমাদের দ্বিতীয় বৃহত্তম উৎসব বাহা। যা পুজা অর্চনার মধ্যদিয়ে পালিত হয় বসন্ত ঋতুতে । এই ঋতুতে প্রকৃতিতে নতুন প্রনের সঞ্চার হয়। আমাদের বিশ^াস মতে ঋতুভেদে প্রকৃতির বিচিত্র সাজের সাথে নিবিড়ভাবে মিশে আছে আমাদের জীবন ও সাংস্কৃতি। অনুষ্ঠানে আদিবাসী শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগীতা অংশ গ্রহনকারীদের পুরুষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আদিবাসীরা তাদের নিজস্ব পোষাকে ঢাক ঢোল মাদুলি বাজিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। এতে প্রধান আকর্ষন হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় সাঁওতাল ও বাউল লোকসঙ্গীত শিল্পী রথীন কিস্কুর নেতৃত্বে ৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল।
বাহা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো আদিবাসীদের আগমনে মিলন মেলায় পরিনত হয় উৎসব প্রঙ্গন। দুদিন ব্যাপি শুরু হওয়া বাহা উৎসব বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার শেষ হয়।

(আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর, দিনাজপুর)