প্রধান মেনু

আদালতের আদেশ পেয়ে যোগদান করেছেন ঝিনাইদহ মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিরুজ্জামান

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: আদালতের আদেশ পেয়ে যোগদান করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ
আমিরুল ইসলামের পুত্র ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিরুজ্জামান। মামলার চালিয়ে এক বছর পর আদেশ পেয়ে ১৯/০২/২০১৯ ইং তারিখে যোগদান করেছেন মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোঃ বদিরুজ্জামান।ঝিনাইদহ সদর বিগগ সিনিয়র সহকারী জজ আদালত যোগদান করার আদেশ দিয়েছেন। প্রধান শিক্ষক মোঃ বদিরুজ্জামান গত শনিবার বিদ্যালয়ে উপস্থিত হলেই কোন কারন ছাড়াই বিদ্যালয়ে আসা কমলমতি ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষীকা সালেহা বেগম।

এলাকাবাসী ও বিদ্যালয়ের কমলমতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মোবাইল ফোনে জানালে জেলা প্রশাসক এর সহযোগিতায় রবিবার কমলমতি ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাস করেন। প্রধান শিক্ষক মোঃ বদিরুজ্জামান এর নিকট খোজ নিয়ে যানা যায়, রবিবার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক এর সহযোগিতায় কমলমতি ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাস করেন।কিন্তু বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতা সহকারি প্রধান শিক্ষীকা সালেহা বেগম গোপন স্থানে লুকিয়ে রেখে আধাবেলা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

অপকর্ম ডাকতে বিদ্যালয় কমিটি সম্পূর্ণ অনিয়ম তান্ত্রিক ভাবে প্রধান শিক্ষক মোঃ বদিরুজ্জামান বরখাস্ত করেন। নিরুপায় হয়ে প্রধান শিক্ষক মোঃ বদিরুজ্জামান ২০/০২/২০১৮ ইং তারিখে বিগ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।২০/০১/১৮ ইং ও ১৯/১২/১৮ ইং তারিখের ইস্যুকৃত চিঠির ভিত্তিতে বিবাদী বাদীকে নালিশী বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন বাধা দিতে না পারে এবং নিয়মিত বেতন ভাতাদি পরিশোধ করে ৩মাসে বিবাদী পক্ষকে অন্তবর্তীকালীন নিষেধাক্কা আদেশ প্রদান করেছেন বিগগ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক।