প্রধান মেনু

আটোয়ারীতে দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৮  উদযাপন করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১৩ অক্টোবর (শনিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৮ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও  চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষময় রায়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাসেদ খন্দকার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিববৃন্দ।