প্রধান মেনু

আটঘরিয়ায় কৃষি উপকরণ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় ৫৭৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ লাখ টাকার কৃষি উপকরণ তুলে দিয়েছেন। আজ বিকালে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী আটঘরিয়া উপজেলা মিলনায়তনে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, খেসারি, ভুট্টা ও বিটিবেগুন সার বীজ বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেন।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, সরকার ২ লাখ ৩১ হাজার কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করেছে। সরকার বিগত অর্থবছরে ৬ হাজার ৪২৫ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকার সার, বিদ্যুৎ, কৃষি উপকরণ ইত্যাদি কৃষি উপকরণে ভরতুকি হিসেবে প্রদান করেছে। চলতি বাজেটে ভরতুকি হিসেবে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রতিবছর কৃষিক্ষেত্রে ১০টি বিষয়ে অবদান স্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকরা কৃষি ফলনে আরও উৎসাহিত হচ্ছে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এগিয়ে চলেছে।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার সরকার বক্তব্য  রাখেন।