প্রধান মেনু

আজ এমপি বাবু’র গণসংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা-কয়রার নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র গণসংবর্ধনা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণ সহ তরুন এ সংসদ সদস্যকে বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠণের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। এদিকে, সংবর্ধনা উপলক্ষে সংগঠণের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর এলাকা থেকে শুরু করে পৌর সদর পর্যন্ত প্রধান সড়কের মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ।

সংবর্ধনাস্থলে তৈরি করা হয়েছে বিশাল আকারের মঞ্চ। দলীয় নেতাকর্মীরা শতশত মটরসাইকেল শোভাযাত্রা আকারে উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর এলাকায় সংসদ সদস্য বাবুকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। সংবর্ধনা প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী ও সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান জানান, সংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধান সড়ক সহ বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে তোরণ নির্মাণ করা হয়েছে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণ সহ প্রায় দেড় শতাধিক সামাজিক ও পেশাজীবি সংগঠণের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হবে।