প্রধান মেনু

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন

তুরস্কের রাজধানী আঙ্কারায় কূটনৈতিক এলাকা ওরান-এ ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী এবং দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারী এবং আঙ্কারায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কমিউনিটির বয়োজ্যেষ্ঠ দু’জন সদস্যা এ কাজের উদ্বোধন করেন। এসময় প্রকল্পের সাফল্য কামনাকরে বিশেষ প্রার্থনা করা হয়। পরিকল্পিত নির্মাণাধীন এ কমপ্লেক্সে দূতালয়, রাষ্ট্রদূতের বাসভবন এবং ২৭৫ আসনের একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুরস্ক সফরের সময়ে উভয় দেশের মধ্যে নিজ নিজ রাজধানীর কূটনৈতিক এলাকায় পারস্পরিক প্লট হস্তান্তর করা হয়। বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের জন্য জমি ক্রয়/আদান-প্রদান এবং ভবন নির্মাণ করে চলেছে যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।