প্রধান মেনু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে ঘিরে জনগনের প্রত্যাশা ঢাকা-১৯

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের প্রতিনিধি হিসেবে ঢাকা-১৯ আসনের মাঠ পর্যায়ের জরিপে জনপ্রিয়তার শীর্ষে যারা।এসেছে নতুন দিনের নতুন আমেজে মেতে উঠেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাই ভাসছে নতুনত্বের ছোঁয়া।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবার প্রার্থী বাছাই এর ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ হয়েছে যা সাধারণ জনগনের মাঝে বিরাজ করছে। সর্বত্র সৎ যোগ্য আদর্শ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে নৌকার জয় আসতে কড়া নির্দেশ আসে।

সাধারণ ভাবে মনোনয়ন প্রত্যাশীদের জনগন আর দলীয় সভাপতির মন জয় করার জন্য এক এক জন ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন রকম দলীয় কার্যক্রম এবং জনসেবার নতুন যুদ্ধে মাঠে ময়দানে নৌকার উন্নয়নের প্রচারনায় আবার সর্বক্ষন উপরওয়ালা ম্যানেজ করতে ব্যাস্ত সময় পার করছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির নির্দেশ অনুসারে প্রত্যেককে সাধারণ জনগনের কাছে উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়ার জন্য দলের নেতা ও কর্মীদের আহবান জানান এবং একতাবদ্ব আর কর্মী সংগ্রহ থেকে শুরু সর্ব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করেছে সবত্র।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাঠে প্রচারনা চালিয়ে যেতে নির্দেশ দেন। জাতীয় সংসদ নির্বচনের প্রস্তুতি চলছে বাংলাদেশে। ঢাকা-১৯ আসনও তার ব্যতিক্রম নয়।এখনার স্থানীয় নেতাদের মাঠে ময়দানে তেমন একটা না দেখা মিললে ও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে তরুনরা। বিভিন্ন দলীয় উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারসহ মেহনতী মানুষদের সাথে জনসভা, বিভিন্ন পুরস্কার বিতরন অনুষ্ঠান ও জনকল্যান মূলক কাজে নিজের দলের উন্নয়ন সহ বিভিন্ন প্রচার প্রচারনা ব্যস্ত সময় পার করছেন।

বিগত দিনে স্থানীয় এম,পি ড. এনামুর রহমান তেমন একটা সাড়া জাগাতে না পারলেও তিনি ও মনোনয়ন প্রত্যাশীদের কাতারে বিদ্যমান। এছাড়া, সাবেক এম,পি তৌহিদ জং মুরাদকে মাঠে ময়দানে না পাওয়া গেলে ও উপরওয়ালা ম্যানেজ করে নাকি ঠিকই দলীয় মনোনয়ন পাবে।

 

বর্তমানে বাংলাদেশের একটি আধুনিক উপজেলা উপহার দিয়েছে তরুন নেতা ফখরুল আলম সমর আরও আছে বর্তমান পৌর মেয়রের ছেলে ফারুক হাসান তুহিন, প্রবীন নেতা ফিরজ কবির। যেহেতু তরুনদের জোয়ারে নৌকা ভাসিয়ে এগিয়ে যেতে চায় বর্তমান ক্ষমতাসীন দল। আর সেই জন্য ঘরে বসে না থেকে সবাই এখন জনগনের মন জয় করার জন্য নানান রকম কৌশলে এগিয়ে যাচ্ছে।

 

বর্তমানে সাভার  উপজেলার অন্তর্গত তেতুলঝোড়া ইউনিয়নের উন্নয়নে নজর কেড়েছে বিভিন্ন উপর মহলে আলোচনায় উঠে এসেছে ফখরুল আলম সমর। এছাড়া ও তিনি সাভার উপজেলা দায়িত্ব নিয়ে জনগনের পাশে থেকে সর্বক্ষণ কাজ করে যাওয়ার জন্য প্রস্তুত থাকে ।পৌর মেয়রের ছেলে ফারুক হাসান তুহিনের এলাকায় তেমন কোন জনপ্রিয়তা না থাকলে ও সর্বক্ষণ প্রভাবশালী নেতার সাথে সম্পর্ক গভীরে মনোনয়ন প্রত্যাশী তালিকা বিদ্যমান।

এখানকার মাঠে ময়দানে নির্বাচনের আমেজ ধরে রেখেছে জনগনের পাশে থেকে জনগনের চাওয়া পূরন ও মাঠ পর্যায়ের জরিপে এগিয়ে আছেন সাভার ও আশুলিয়া কৃর্তী সন্তান ফখরুল আলম সমর।

 

হয়তো তিনি ই পাবেন আগামী ঢাকা-১৯ আসনের নৌকার টিকেট।