আগামী কাল বুধবার চন্দ্রপুরী ওরছ শরীফ

সদরপুর ( ফরিদপুর)থেকে মোশাররফ হোসেনঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাকদরবার শরীফে আগামী কাল বুধবার ২০১৮ইং ওরছ পাকদরবার শরীফে চন্দ্রপুরী অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাদ যোহর হতে পবিত্র কোরআন তেলওয়াত, মিলাদমাহফিল, জেকের- আসকার, শরীয়ত ও তরীকত সমন্দে ওয়াজ নছিয়ত শুরু হইবে ও আগামীকাল রোজ বুধবার দিন বাদ ফজর দ্বীন দুনিয়ার কহিনুর রওশন জামির তাপস কুল শিরোমনি সুলতানুল আওলিয়া জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ শাহ চন্দ্রপুরী নকশাবন্ধী মোজাদ্দেদী (রহঃ) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত অণুষ্ঠিত হবে, উক্ত অণুষ্ঠানে দেশ ও বিদেশের হাজার হাজার জাকেরান আসেকান উপস্থিত হওয়ার জন্য গত শনিবার থেকে বাস, ট্রাক,লঞ্চ, পায়েহাটা কাফেলা যোগে দরবার শরীফে আসতে শুরু করছেন। বর্তমান গদিনীশীন পীর সৈয়দ কামরুজ্জামান নক্ধসঢ়;শবন্ধী মোজাদ্দেদী আল-ওয়সী উপস্থিত জাকেরানদের দফায় দফায় সাক্ষাৎ ও পীরের নসিয়ত তরিকত প্রদান করবেন। সারা দিন-রাত ইবাদত বন্দিগীর পর বুধবার বাদ ফজর শাহ চন্দ্র পুরীর রওজা জিয়ারত করে বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন গদিনাসীন পীর কেবলা ছাহেব।