আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৪৪০ হিজরি সনের পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল (৬ এপ্রিল) শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ও ফ্যাক্স ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো।
« ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীর জেল (পূর্বের খবর)
(পরের খবর) বেগম জিয়ার বাড়িতে গ্যাস-পানি-বিদ্যুতের অবৈধ সংযোগ পুরো বিএনপি’র জন্য লজ্জার -তথ্যমন্ত্রী »