প্রধান মেনু

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ইউএন- এসকাপ এক্সিকিউটিভ সেক্রেটারির সাক্ষাৎ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন-ইকোনোমিক এন্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া (ইউএন-এসকাপ) এর এক্সিকিউটিভ সেক্রেটারি সামসাদ আক্তার বলেছেন, ইউএনএসকাপ সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের দৃশ্যমান অগ্রগতির ফলে বাংলাদেশ আজ রোল মডেল। সদস্যভূক্ত দেশগুলো পারস্পরিক বেস্ট প্র্যাকটিসগুলো আরো বেশি মাত্রায় অংশীদারিত্বের ভিত্তিতে প্রয়োগ করলে এ অঞ্চল তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানদন্ডে এগিয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সাথে আগারগাঁওস্থ তার কার্যালয়ে এক সৌজন্য স্বাক্ষাতে এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রকাশিত সুষম উন্নয়নের অগ্রগতির সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৬তম হওয়ায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন।
এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশকে ইউএন-এসকাপের পরবর্তী স্টিয়ারিং কমিটির সভাপতি নির্বাচিত করায় ইউএন-এসকাপ এর নির্বাহী সেক্রেটারি সামসাদ আক্তারকে ধন্যবাদ জানান এবং এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে সদস্যভূক্ত দেশগুলোকে একক নেটওয়ার্কে সংযুক্ত করতে একটি চূড়ান্ত প্রস্তাব ইউএন-এসকাপের আগামী বৈঠকে বাংলাদেশ উপস্থাপন করবে বলে জানান এবং ইউএন-এসকাপ এর এক্সিকিউটিভ সেক্রেটারি ও সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক এবং বাংলাদেশ উইমেন ইন আইটি সভাপতি লুনা সামসুজ্জোহা এ সময় উপস্থিত ছিলেন।



« (পূর্বের খবর)