আইনমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের মধ্যে আজ ঢাকায় সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহ বিশ্ব নিরাপত্তা ইস্যু উঠে আসে এবং এ বিষয়ে উভয় দেশ এক সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করে। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা আলোচনায় উল্লেখ করেছেন রাষ্ট্রদূত। দু’দেশের বন্ধুত্ব ও সম্পর্কের সঙ্গে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে দু’দেশের নিরাপত্তা বৃদ্ধি করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে যাচ্ছি। এটি এখন ভেটিং পর্যায়ে রয়েছে। এটা চূড়ান্ত হলেই আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার দুর্বলতা এবং বিতর্ক থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমের স¦াধীনতায় বিশ্বাসী। এমন কোনো আইন হবে না, যাতে গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘিত হয়।