অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের আগেই প্রস্তুতি ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৪৯ রানে হারালো পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। ফলে ২-০ তে সিরিজ জিতলো তারা। টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে তারা। শতরান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ জাইদ আলম। ১০ বাউন্ডারি ও চার ছক্কায় ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এছাড়া অর্ধশত করেন আলি জারয়াব আসিফ।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন নিল স্মিথ ও ডেভিস। ৩০৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে ভালোই করছিল অস্ট্রেলিয়া। কিন্তু সুলেমানের বোলিং তান্ডবে খেই হারিয়ে ফেলে অসিরা। একাই টপ- অর্ডারের তিনটি উইকেট শিকার করেন তিনি। বাকি কাজটুকু করে দেন শাহিন শাহ আফ্রিদি। শেষের দিকে দুটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন হাসান খান ও আলি জারয়েব