অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে—-সমাজকল্যাণ মন্ত্রী
চাঁদপুর, ১৬ চৈত্র (৩০ মার্চ) : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রোজার সময়ে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, যারা মুনাফাখোর, যারা অতিরিক্ত মুনাফার লোভে নিত্য পণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে দিচ্ছে। তাদের কারণে স্বল্প আয়ের মানুষেরা কষ্ট পায়।
মন্ত্রী আজ চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজানে অসাধু ব্যবসায়ী মুনাফাখোররা যাতে নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়াতে না পারে, সেই নজরদারি বাড়ানো হয়েছে।
দীপু মনি বলেন, আমাদের ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুধু জেলা ও পৌর এলকায় নয়, তারা ইউনিয়ন পর্যায়েও অসহায় মানুষদের পাশে নিজের স্বাধ্যমত বিভিন্ন সহায়তা নিয়ে পাশে থাকে। নিয়মিতভাবে তারা এই কাজটি করে থাকে। প্রধানমন্ত্রী তিনিও আহ্বান জানিয়েছেন সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমাদের সমাজে এখনো কিছু পরিমাণ দারিদ্র্য রয়েছে। আমরা দারিদ্র্যের পরিমাণ এখনো শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারিনি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছি। কাজেই এখনো দারিদ্র্য ও নিম্নআয়ের মানুষ আছে।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ব্যবস্থাগুলো করার সারাদেশব্যাপী আমাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। কাজেই ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের স্বাধ্যমত অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সস্পাদক এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান, জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরাফাত সানিসহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনের অপর কর্মসূচিতে মন্ত্রী চাঁদপুর জেলা কৃষক লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পূর্ণয়’ কর্তৃক আয়োজিত ইফতারে অংশগ্রহণ করেন।