প্রধান মেনু

অসহায় শীতার্তদের মাঝে রাতে আঁধারে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে গত রাতে শহরের বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক অতুল সরকার। গত কয়েকদিন শীতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধির কারনে কর্মজীবি অসহায় মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্দের মাঝে শুক্রবার রাতে শহরের স্টেশন বাজার, আদমপুর, ধলার মোর, বিহারী কলোনী, বেড়িবাধ, আঙ্গিনা পল্লী, নতুন বাসষ্ট্যান্ড এলাকায় ১০০০ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠণ নন্দিতা সুরক্ষার নেতৃবৃন্দ। কম্বল বিতরণ কালে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী যে কম্বল পাঠিয়েছেন সেই কম্বল গুলো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিতরন করা হয়েছে শহরের অসহায় শীর্তাত মানুষের মাঝে।