প্রধান মেনু

অসহায় দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হচ্ছে — আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিুসল হক বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আইনের সমান আশ্রয়লাভের অধিকার রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সারাদেশে অসহায় ও দরিদ্র্র জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হচ্ছে। মন্ত্রী আজ রাজধানীর হোটেল রেডিসনে ইউএসএআইডি’র ‘জাস্টিস ফর অল প্রোগ্রাম’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের বিচার ব্যবস্থা ও সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে প্রতিটি নাগরিকের জানা দরকার। এজন্য সরকার সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে ইউএসএআইডি’র ‘জাস্টিস ফর অল প্রোগ্রাম’ এর মাধ্যমে ২০১২ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে ২ হাজার ৬শ’ বিচারক, আইনজীবী, আইনি সহায়তা কর্মকর্তা এবং আদালতের কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ‘ইউএসএআইডি’ ‘জাস্টিস ফর অল প্রোগ্রাম’ এর মাধ্যমে বিগত ৬ বছরে ১৫টি পাইলট জেলায় আইনি সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে ৮ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হয়েছে।