অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান মতবিনিময় সভায় বক্তব্য রাখেন
পাইকগাছা, খুলনা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদষ্টো ড. মসিউর রহমান বলছেনে, উন্নয়নরে ধারা ও আইনের শাসন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। মঙ্গলবার সকালে মৌখালী মৌল্লা বাড়ী মাঠে আইনজীবীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় শেষে জনসভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আ’লীগ আহবায়ক গাজী মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ডাঃ শেখ মোহাঃ শহিদউল্লাহ, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ পংকজ কুমার ধর, এ্যাডঃ অরবন্দিু, এ্যাডঃ পীযুষ কুমার সরকার, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, এ্যাডঃ তৈয়েব হোসেন নুর, আক্তারুজ্জামান সুজা মোল্লা ও নুরুল ইসলাম প্রমুখ।