প্রধান মেনু

অমর একুশে গ্রন্থমেলা ২ মার্চ পর্যন্ত চলবে — সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী ২ মার্চ পর্যন্ত গ্রন্থমেলা চলবে। ভবিষ্যতে মেলার পরিসর আরো বাড়ানো হবে। এছাড়া আগামী বছর থেকে মেলার প্রস্তুতি আরো আগে থেকে শুরু করা হবে। প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বিকাশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী এবং নিরাপদ মিডিয়া কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মেলার প্রতিবেদন পাঠ করেন বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ আয়োজন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের পশ্চিম পাশের অংশটিকে গ্রন্থমেলার অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটি বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সারাদেশে গ্রন্থমেলা ও গ্রন্থাগারের কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। পরে প্রতিমন্ত্রী কবি নির্মলেন্দু গুণের হাতে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯ তুলে দেন। এছাড়া বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে চিত্তরঞ্জন স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ও কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করেন।