প্রধান মেনু

অভিমান ভুলে স্ত্রী-সন্তানকে ঘরে তুলছেন শাকিব

এন,ডি,এন ঢাকা: অন্তরাল ভেঙে চৈত্রের বিকেলে হঠাৎই দেশব্যাপী এক বিস্ফোরণ ঘটিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বেসরকারি একটি টেলিভিশনে সন্তান কোলে নিয়ে এসে বললেন, এটা শাকিবের ছেলে এবং তিনি তার স্ত্রী।

দেশের একমাত্র সুপারস্টার শাকিব খানের সঙ্গে এ সমস্ত গোপন সম্পর্কের কথা ফাঁস করার পর থেকেই দেশজুড়ে ‘টক অব দ্য কান্ট্রি’ প্রসঙ্গটি। এরপর শাকিব খানও দেন পৃথক পৃথক বক্তব্য।

অপুকে স্ত্রী ও আব্রাহামকে সন্তান হিসেবে মেনে নিলেও দায়িত্ব নেয়ার ক্ষেত্রে অপুর কথা অস্বীকার করেন এই চিত্রনায়ক শাকিব। তবে এবার সব ভুলে অপুর সঙ্গেই সংসার গড়ার কথা জানালেন শাকিব।

গত সোমবার (১০ এপ্রিল) থেকেই সারাদেশে শাকিব-অপু প্রসঙ্গ নিয়ে তোলপাড়। যুক্তি পাল্টা যুক্তিতেই কেটে গেল প্রায় ২৪ ঘণ্টা। আর এরমধ্যেই এলো সমাধান! হ্যাঁ, নিজের স্ত্রী সন্তানকে ঘরে তুলছেন শাকিব খান।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে এ প্রসঙ্গে শাকিব জানালেন, হঠাৎ করে নিজের ব্যক্তিগত বিষয় পাব্লিক হয়ে যাওয়া দেখে গতকাল মেজাজ খুব খারাপ ছিল। সামলাতে না পেরে অনেক কথাই হয়তো বলেছি যা ঠিক হয়নি। কিন্তু এখন উপলব্ধি করছি, যাই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।

বিতর্কিত বিষয়ে নিজের ছেলেকে হঠাৎ টেলিভিশন পর্দায় দেখে ঠিক থাকতে পারেননি বলেও জানালেন শাকিব খান। এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তার মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তার প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।

অপুকে একজন ভালো স্ত্রী মনে করেন শাকিব খান। কারণ তার সঙ্গে তিনি প্রায় নয় বছর ধরে সংসার করেছেন। আর সে বিষয়টি মনে করে এই সুপারস্টার তার ভুল স্বীকার করে আরো জানান, অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিনদিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।

মোরসালীন আহমেদ (অপু)

জাতীয় গোয়েন্দা সংবাদ,ঢাকা।