প্রধান মেনু

অবৈধ জাল উচ্ছেদের আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু দেশের মৎস্যসম্পদ রক্ষার জন্য কারেন্ট জালসহ সকল প্রকার অবৈধ জাল উচ্ছেদের আহ্বান জানিয়ে বলেছেন, বিলুপ্তপ্রায় ৬৪ প্রজাতির মাছের পুনরুদ্ধারকৃত জাতগুলোকে নদী ও জলাশয়ে ছড়িয়ে দেওয়া হবে। প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহে বিভিন্ন টিভি চ্যানেল ও মিডিয়ারসংবাদকর্মীদের সাথে আলাপকালে এ কথা বলেন। তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুক্তা চাষ, কুঁচিয়া, স্বাদু পানির শামুক, তেলাপিয়া, মহাশোল,পাঙ্গাস, পাবদা, গুলশা, কৈসহ বিভিন্ন প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন ও পোনা সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, গবেষণার মাধ্যমে ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ইতিমধ্যেই বিলুপ্তপ্রায় ১৮ প্রজাতির মাছের জিনপুল সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন। এসব মাছের পুষ্টিগুণ অন্যান্য মাছের তুলনায় বেশি। ফলে দেশের জনসাধারণ সহজেই কম মূল্যে বেশি পুষ্টিগুণসম্পন্ন মাছ খেতে পারছে। পরে প্রতিমন্ত্রী জেলা মৎস্য অফিস প্রাঙ্গণে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা – কর্মচারীদের সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।