প্রধান মেনু

অবশেষে সাভারের ত্রাস আল আমিন আটক

সিরাজুল ইসলাম,সাভার:
অবশেষে সাভারের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী আলামিনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৪। । এসময় তার সাথে থাকা আরও ৮ সহযোগীকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ১৮’শ পিচ ইয়াবা, ১১টি মোবাইল, নগদ বিশ হাজার আট’শ ২৩ টাকা উদ্ধার করা হয়। এসময় একটি সাদা রংয়ের হায়েস মাইক্রোও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার(১ আগষ্ট’ ১৭) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আল আমিন বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর ভবানীপুর এলাকার আব্দুল আলীম ওরফে ভোলা মিয়ার ছেলে।

সাভারের ভবানীপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও প্রায় ২৩ টি মামলার আসামী আলামিন দীর্ঘ দিন ধরে পলাতক ছিলো। মঙ্গলবার ভোর রাতে শীর্ষ সন্ত্রাসী আলামিন একটি গাড়িতে করে সাভার থেকে নবীনগর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াবাড়ি এলাকায় তল্লাশী চৌকি বসানো হয়। এসময় একটি সাদা রংয়ের হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আল আমিনসহ তার ৮ সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ১৮’শ পিচ ইয়াবা, ১১টি মোবাইল, নগদ বিশ হাজার আট’শ ১৪ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে তাদেরকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এভাবেই বলছিলেন র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম।

গত এক মাস আগে সাভারের ভবানীপুর গ্রামে শীর্ষ সন্ত্রাসী আলামিনকে আটক করা হলেও হাত কড়া অবস্থায় পুলিশের হাত থেকে পালিয়ে যায় । ঘটনার দিন সেখানে পুলিশের গুলিতে ইসমাইল নামে এক লোকের প্রাণহানি ঘটে। ঘটনার পর থেকে আল আমিনকে ধরতে তার বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসায় সাভার মডেল থানা পুলিশ।