প্রধান মেনু

অনুদানের চেক বিতরণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর অনুদান বিতরণের কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪ জেলায় ৪ হাজার ৬৪২টি স্বেচ্ছাসেবী সমিতির মধ্যে ৮ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার টাকার চেকের অনুদান বিতরণ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মাল্টিপারপাস হল রুমে সমিতির সদস্যদের মাঝে এ চেক বিতরণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারীদেরকে ক্ষমতায়িত হতে হলে তাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। স্বামীর ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবেনা।

অর্থনৈতিক ভাবে মুক্তি পেতে হলে পুরুষের ওপর নির্ভরশীল হয়ে ক্ষমতায়ন হওয়া যাবেনা। তবে নারী ও পুরুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম ফজিলাতুন্নেছা ইন্দ্রিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট।