অনিবাসী বাংলাদেশিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে হবে-বিডা নির্বাহী চেয়ারম্যান
অনিবাসী বাংলাদেশিদের কথা শুনতে হবে। তাদের বিভিন্ন ধারণা গ্রহণ করে তার ফলোআপ রাখতে হবে। তাদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে হবে। আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বিডা কার্যালয়ে আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি ২০১৯ এ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ঘজই (ঘড়হ-জবংরফবহঃ ইধহমষধফবংযর) প্রকৌশলীদের সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব কালে একথা বলেন।
কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, অনিবাসী বাংলাদেশিদের কাছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) বিনিয়োগের ক্ষেত্রে কি কাজ করে, কাজের ধরণ কেমন তা তুলে ধরতে হবে যেন তারা বাংলাদেশে বিনিয়োগের সমগ্র চিত্রটি বুঝতে পারে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সেন্টার ফর এনআরবি, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, ঢাকা চেম্বার অভ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অভ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চিটাগাং চেম্বার অভ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন অভ সফটওয়ার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ এসোসিয়েশন অভ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি,আখতার ফার্নিচার এর প্রতিনিধিগণ এবং বিডার কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।