অধ্যক্ষ-কে পুনর্বহাল করায় শিবালয় সদর উদ্দিন কলেজে বইছে আনন্দের জোয়ার
রুহুল আমিন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপিঠ শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.বাসুদেব কুমার দে শিকদার আদালতের নির্দেশনা অনুযায়ী গত ৬ জানুয়ারী শনিবার সকালে দায়িত্ব গ্রহন করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, সুশীল সমাজ ও উপজেলায় বইছে আনন্দের জোয়ার । অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার কলেজে পুনর্বহাল হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরন করে নিয়েছেন।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ-কে পুর্নবহাল করায় যেন, সদর উদ্দিন কলেজের প্রাণ ফিরে এসেছে। শিবালয় সদর উদ্দন ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রধান ড. উত্তম কুমার সরকার জানান- কলেজের এডহক কমিটির সদস্য ছিলেন ৫ জন- ১.মোহাম্মদ আলী আকবর(সভাপতি) ২. ডা. আব্দুল হালিম মোল্লা (বিদ্যোৎসাহী সদস্য) ৩.মঞ্জুয়ারা মজিদ(প্রতিষ্ঠাতা সদস্য) ৪. ড. উত্তম কুমার সরকার (শিক্ষক প্রতিনিধি সদস্য) ৫. অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার (সদস্য সচিব)। গত ২০১৭ সালের ১৫জুন কলেজের এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্ত মেয়াদ শেষ হয়ে যাওয়া এডহক কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর ২০১৭সালের ২৯জুন ওই কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন। অথচ এডহক কমিটির অন্য সদস্যদের কলেজের অধ্যক্ষ-কে বরখাস্ত করার বিষয়ে কিছুই জানানো হয়নি।
কলেজের মেয়াদ উত্তীর্ণ এডহক কমিটি সভাপতি অধ্যক্ষ-কে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করায় অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার ২০১৭সালের ১২জুলাই হাই কোর্টে রিট পিটিশন মামলা দায়ের করেন, যাহার রিট পিটিশন মামলা নম্বর ১৪০৪৭। আদালত অধ্যক্ষ ড.বাসুদেব কুমার দে শিকদার-কে সদর উদ্দিন কলেজের অধ্যক্ষ পদে পুনর্বহাল করার জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষকে দায়িত্ব অর্পনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম বজলুর রশিদ-কে অনুরোধ করেন।
গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও বরখাস্তকৃত অধ্যক্ষকে জ্ঞাতার্থে অনুলিপি দেওয়া হয়েছে। ড.বাসুদেব কুমার দে শিকদার জানান, উপজেলা চেয়ারম্যান শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর, পুর্ব শক্রতার জের ধরে আমাকে হয়রানী করার জন্য মিথ্যা কারন দেখিয়ে অবৈধ ভাবে সাময়িক বরখাস্ত করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ জানান, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ ড.বাসুদেব কুমার দে শিকদার দায়িত্ব গ্রহন করেছেন।