প্রধান মেনু

অদক্ষ নার্সদ্বারা বাচ্চা প্রসব করতে গিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই এক প্রসূতির বাচ্চা প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উপর। এ ব্যাপারে নার্সিং হোমের মালিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে প্রসূতির স্বামী সুদেব রায়।

অভিযোগে বলা হয়, সোমবার সকালে বোদা উপজেলার নয়াদিঘী-তাঁতিপাড়া এলাকার সুদেব রায়ের স্ত্রী চিতা রানীর প্রসব বেদনা শুরু হলে তাকে নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে চিতা রানীর স্বামী ও আত্যিয় স্বজনরা এবং সিজার করতে বলে। নার্সিং হোম কত্রিপক্ষ সিজার করার কথা বলে। এসময় কোন বিশেষজ্ঞ চিকিৎসক নার্সিং হোমে উপস্থিত ছিল না। তা সত্ত্বেও নার্সিং হোমের মালিক উজ্জ্বল সরকার, অটি-বয় অভি সরকার ও সাবিনা নামে একজন কথিত সেবিকা অপারেশন থিয়েটারে নিয়ে স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। এ সময় তাদের অদক্ষতা এবং অসাবধানতার ফলে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর থেকে নার্সিং হোমের অটি বয় ও কথিত সেবিকা গা ঢাকা দিয়েছেন। প্রসূতি চিতা রানীর স্বামী সুদেব রায় বলেন, আমরা সিজার করতে বলেছি। কিন্তু জোর করে প্রসব করাতে গিয়েই বাচ্চার মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক বলেছে, এর আগেও নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। কিন্তু উচ্চ মহলের যোগসাজশে তা ধামা-চাপা পরেছে।