অতিরিক্ত সচিব সানজিদা সোবহানের মৃত্যুতে ত্রয়োদশ বিসিএস ফোরামের শোক
ঢাকা, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) : সাবেক অতিরিক্ত সচিব সানজিদা সোবহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি ও কৃষি সচিব ওয়াহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার।
আজ এক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তাঁরা বলেন, তিনি সরকারের বিভিন্ন পদে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে তাঁর অবদান আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে ত্রয়োদশ বিসিএস ফোরাম-এর সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত
উল্লেখ্য, তিনি গত ৩ সেপ্টেম্বর রাত ১১.৩০ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।