প্রধান মেনু

অতিরিক্ত মদ্যপানে হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মৃত্যু

 

নিজস্ব সংবাদদাতাঃ অতিরিক্ত মদ্যপানে হার্ট এ্যাটাক আক্রান্ত হয়ে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে। পরলোকগত রাশিয়ান নাগরিকের নাম আহুন গিয়ানভ নোফেন (৫৬)। তিনি রাশিয়ান এএমটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি প্রকল্প এলাকার নিকটে নতুনহাটে নিলুফা মহলে একটি বাড়িতে ভাড়া নিয়ে থকতেন বলে জানা গেছে। ঈশ্বরদী স্বাস্থ্য কম্েধসঢ়;প্লক্সেও ইউএইচও ডা: আসমা খান জানান, বৃহস্পতিবার গভীররাতে ৩টা ২০ মিনিটের দিকে আহুন গিয়ানভ নোফেনকে অতিরিক্ত মদ্যপান অবস্থায় পেটে ব্যাথা নিয়ে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে আসা হয়। এসময় কর্মরত চিকিৎসক ওষুধ দিলে সে কিছুটা আরাম বোধ করে এবং বাসায় ফিরে যায়।

সকাল ৯.১৫ মিনিটের দিকে প্রকল্পে কর্মরত চিকিৎসকের পরামর্শে আবারো তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডা: আসমা খান আরো জানান, হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যেই কার্ডিয়াক এ্যাটাকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে প্রকল্পে কর্মরত চিকিৎসক ডা: ফকরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বুকে ব্যাথার খবর পেয়ে তিনি সেখানে যান। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহুন ডা: ফকরুল আরো জানান, গিয়ানভ নোফেন হার্টের রোগি ছিলেন এবং তার হার্টে রিং পড়ানো ছিল বলে তার সহকর্মীদের নিকট হতে জানতে পেরেছেন ।