প্রধান মেনু

অক্ষরবৃত্ত প্রকাশনের “শিশুসাহিত্য পান্ডু-লিপি-২০১৮” ঘোষণা

চট্টগ্রামের ২০১৮ বইমেলায় শিশুসাহিত্যে শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত প্রকাশন “শিশুসাহিত্য পান্ডু-লিপি পুরস্কার ২০১৮” আহ্বান করেছে। আগ্রহী লেখকেরা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় শিশু কিশোর উপযোগি মৌলিক সাহিত্যকর্মের পান্ডু-লিপি পাঠাতে হবে। লেখার বিষয়- ছড়া, কিশোর কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প, কিশোর উপন্যাস, সায়েন্স ফিকশন, গুচ্ছগুল্পের পান্ডু-লিপি, গবেষণা, প্রবন্ধ, অনুবাদ পান্ডু-লিপি হতে হবে। পান্ডু-লিপি নির্বাচনের পর অক্ষরবৃত্ত সম্পাদনা পর্যদ নিজস্ব নীতিমালা অনুযায়ী সম্পাদনা করবেন এবং নির্বাচিত পান্ডু-লিপি ২০১৯ একুশে বইমেলায় প্রকাশ করা হবে। পান্ডু-লিপি ৩০ আগষ্ট ২০১৮ এর মধ্যে অক্ষরবৃত্ত প্রকাশনী দপ্তরে পাঠাতে হবে। সম্পাদনা পর্ষদের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। পান্ডু-লিপি অবশ্যই কুরিয়ার এর মাধ্যমে পাঠাতে হবে। ঠিকানা- ৩, হাজী ইকবাল বিল্ডিং (৩য় তলা), নজির আহমদ বাই লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম-৪০০০। – প্রেস বিজ্ঞপ্তি।